লেখার নিয়মাবলী

BanglaText এ বাংলা লেখা খুবই সহজ। এখানে ফনেটিক নিয়মে বাংলা লিখতে হবে। যারা অভ্র ব্যবহার করেছেন, তাদের কাছে এটি পরিচিত মনে হবে। এতে একসঙ্গে বাংলা ও ইংরেজি লিখতে পারবেন। বাংলা লেখার জন্য এই Keymap টি মনে রাখুন।
বাংলায় রূপান্তরিত হওয়ার পর লেখাটি কপি করে যেকোনো ওয়েবসাইটে পেস্ট করতে পারবেন।

এখানে আপনি দুইভাবে বাংলা লিখতে পারবেন।
১. স্বয়ংক্রিয় সংশোধনী সহকারে
২. পুরাতন পদ্ধতিতে

পুরাতন পদ্ধতি:

চালু: পুরাতন (Classic) পদ্ধতি চালু করার জন্য .c ব্যবহার করুন।
এই পদ্ধতিতে লেখার জন্য প্রদত্ত keymap টি পুরোপুরি অনুসরণ করতে হবে।
• স্বরবর্ণে দুইটি অক্ষর যুক্ত না করে পৃথক রাখতে চাইলে ঐ দুইটি অক্ষরের মাঝখানে '_' (আন্ডারস্কোর) ব্যবহার করুন।
যেমনঃ বই => bo_i
• ব্যাঞ্জনবর্ণে যুক্তবর্ণ তৈরি না করে জোর পূর্বক হসন্ত বসানোর জন্য দুইটি অক্ষরের মাঝখানে '_' (আন্ডারস্কোর) ব্যবহার করুন।
যেমনঃ উদ্‌যাপন => ud_zapon
• ব্যাঞ্জনবর্ণে যুক্তবর্ণ তৈরি না করে দুইটি অক্ষর পাশাপাশি বসানোর জন্য দুইটি অক্ষরের মাঝখানে 'o' ব্যবহার করুন।
যেমনঃ একজন => ekojon
• চন্দ্রবিন্দু স্বরবর্ণের পরে বসে।
যেমন: পাঁচ => pa.nch
• কেস সংবেদী অক্ষরগুলো সম্পর্কে সতর্ক থাকুন।
• কোন্‌ কোন্‌ ব্যাঞ্জন বর্ণ নিয়ে যুক্তবর্ণ গঠিত তা জানা না থাকলে keymap দেখে নিন।

আধুনিক পদ্ধতি:

চালু: আধুনিক পদ্ধতি চালু করার জন্য .b ব্যবহার করুন।
• এই পদ্ধতিতে শব্দের শেষে কোলন দিলে তা বিসর্গে পরিণত হবে না। প্রচলিত শব্দে ':' এর পরিবর্তে 'H' ব্যবহার করতে পারেন। যেমন: baH => বাঃ
• কোন বিশেষ চিহ্ন ছাড়াই স্বাভাবিক ফনেটিকে আপনি বাংলা লিখতে পারবেন।
যেমনঃ ফাঁকা স্থান => faka sthan
• একই রকম শব্দ একাধিক থাকলে তা নিচে correction এ দেখতে পাবেন। সঠিক শব্দ নির্বাচন করে correct বোতামে ক্লিক করুন।
• যদি suggestion এ আপনার কাঙ্ক্ষিত শব্দটি না থাকে তাহলে আপনার বানান যাচাই করুন। প্রয়োজনে keymap টি দেখে নিন।
• কোন মানুষ বা অন্য কিছুর নাম নাও আসতে পারে। সেক্ষেত্রে নামটি .c দিয়ে পুরনো পদ্ধতিতে লিখুন। ফলে New Words এ শব্দটি দেখাবে। সঠিক ফনেটিক বানান লিখে ok বক্সটি চেক করে দিন। তারপর contribute বোতামে ক্লিক করুন। এরপর থেকে শব্দটি আধুনিক পদ্ধতিতেই লিখতে পারবেন।
• keymap অনুযায়ী ফনেটিকে লিখলে সঠিক শব্দ পাওয়ার সম্ভাবনা বেশি। ফলে সংশোধন করার প্রয়োজন হবে না।
• 'না' শব্দটি সব সময় আলাদাভাবে লেখার চেষ্টা করুন। যেমনঃ 'পারিনা', 'আসবনা' এর পরিবর্তে 'পারি না', 'আসব না' ইত্যাদি।

 

ইংরেজি লিখন:

চালু: ইংরেজি লিখন চালু করার জন্য .e ব্যবহার করুন।
• এরপর থেকে যা লিখবেন, কোন রকম পরিবর্তন ছাড়াই output এ তাই পাবেন।

 

সার্বিক নিয়মাবলী:

• শুধুমাত্র একটি শব্দ বিশেষ পদ্ধতিতে লেখার জন্য '.b','.c','.e' এর পর কোন ফাঁকা স্থান না রেখে শব্দটি লিখুন। ফলে ঐ শব্দটি ব্যতীত পরের শব্দগুলো আগের পদ্ধতিতে লেখা হবে।
• স্বয়ংক্রিয় সংশোধনী চালু থাকলে প্রাথমিকভাবে আধুনিক পদ্ধতি চালু থাকে। অন্যথায় প্রাথমিকভাবে পুরাতন পদ্ধতি চালু থাকে।
• কোন ভুল শব্দকে সঠিক হিসেবে চিহ্নিত করবেন না। নচেৎ সবাই ঐ ভুল শব্দটি output এ পাবে।

 

উদাহরণ: (স্বয়ংক্রিয় সংশোধনী চালু থাকা অবস্থায়)

১. এটা বৈজ্ঞানিক বিষয়। => eta boigganik bishoy.
২. আমার mp3 player টা মশিউর'কে দিয়েছি। => amar .e mp3 player .b ta .cmoshiur'ke diyechi.
৩. পবিত্র কুর্‌আন গ্রন্থটি বইয়ের তাকে আছে। => pobitro .ckur_an gronthoti .cbo_ier take ache.