সম্বন্ধে

বিসমিল্লাহির রাহমানির রাহিম

এই প্রোগ্রাম লেখা শুরু ২০১০ সাল থেকে, যখন বাংলা ফন্ট সম্বলিত একটি নোকিয়া ফোন কিনি। সেটাতে বাংলা পড়া যেত, কিন্তু লেখা যেত না। সমস্যা থাকলে সমাধানের চিন্তাও তৈরি হয়। এরপর খুব দ্রুত বাংলা লেখার একটি সাইট তৈরি করি যা ছিল সর্বপ্রথম সার্ভার ভিত্তিক বাংলা লিখন ব্যবস্থা। কিন্তু খুব সাধারণ প্রোগ্রামটি ব্যবহার করা খুব কষ্টকর ছিল প্রায়ই বানান ভুল হওয়ার কারণে। এজন্য প্রায় সবাইকেই ৫-৬ বার চেষ্টা করা লাগত বানান ঠিক করার জন্য। এটাও একটা সমস্যা, তাই সমাধানের উপায় খুঁজলাম। কিছুদিনের মধ্যেই এলগরিদম লিখে ফেললাম। কিন্তু আমার নিজস্ব কম্পিউটার না থাকায় অনেক কষ্ট হল। মোবাইল ফোন দিয়েই মোটামুটি একটা সাইট তৈরি করলাম। কিন্তু সেবাটি সন্তোষজনক না হওয়ায় এটি প্রকাশ করি নি। একাডেমিক ২য় বর্ষ পরীক্ষার পরেই দিন রাত খেটে বর্তমান সাইটটি আল্লাহর রহমতে তৈরি করতে সক্ষম হয়েছি। প্রোগ্রামে কোন ভুল পরিলক্ষিত হলে বা কোন সমস্যার সম্মুখীন হলে আমাকে জানান।

আর চালিয়ে যান মোবাইল ফোনেই মায়ের ভাষায় যোগাযোগ।


জাহেদুল ইসলাম
বিএসসি ইঞ্জিনিয়ার, তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়