Q. My handset has no Bangla font installed. How can I see Bangla Text?
A. If you do not see any bangla character in your browser, probably your handset has no bangla font.
To see Bangla text on your mobile, use opera mini 4 or later version. (opera mini 6 recommended)
1. At first, Download Opera Mini.
2. Install it on your mobile phone.
3. Open it & click here or type 'opera:config' on address bar. For opera mini 6, click here or only type 'config:'. Then Go to this address.
4. You will get Power-User settings menu. In this menu go to last item named 'Use bitmap for complex scripts'. Change it to yes. Then click on save button.
5. Now Go to www.banglatext.com and be amazed!!!
NB: This method uses graphics to represent Bangla fonts. So, data uses will be increased.
Alternate method (symbian only):
Read and follow this method.
প্রশ্ন: বাংলা কোন বর্ণ ও যুক্তাক্ষর এর জন্য ইংরেজি কোন বর্ণ মোবাইলে টাইপ করতে হবে?
উত্তর: বাংলা কোন বর্ণের জন্য মোবাইলের কোন বর্ণ টাইপ করতে হবে তা জানতে কী-ম্যাপ দেখে নিন।
কোন ব্যঞ্জনবর্ণের শেষে স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণ টাইপ করলে তা স্বয়ংক্রিয়ভাবে কার ও ফলা -তে পরিণত হবে।
কোন কোন বর্ণ নিয়ে যুক্তবর্ণ গঠিত তা জানা না থাকলে এই লিঙ্ক থেকে দেখে নিন।
প্রশ্ন: কিভাবে বাংলা লিখব?
উত্তর: প্রথমে Enter Text এর নিচের বক্সে কী-ম্যাপ অনুসরণ করে ফনেটিক নিয়মে ইংরেজি অক্ষরে বাংলা লিখুন।
এরপর কনভার্ট বোতামে ক্লিক করুন।
আপনার প্রদত্ত লেখাটি বাংলায় রূপান্তরিত হয়ে আউটপুট বক্স এবং প্রিভিউতে দেখা যাবে। (আপনার সেট বাংলা ফন্ট সাপোর্ট না করলে আউটপুট বক্সে চারকোণা বক্স বক্স আসতে পারে।)
বানান ঠিক আছে কিনা যাচাই করে নিন।
বানান ঠিক না থাকলে কী-ম্যাপ অনুসরণ করে Enter Text এর লেখাটি সংশোধন করে পুনরায় কনভার্ট করুন।
Enter Text এর লেখাগুলো মুছতে চাইলে Clear বোতাম ক্লিক করুন।
প্রশ্ন: কিভাবে বাংলায় স্ট্যাটাস আপডেট করব?
উত্তর: আপনার রূপান্তরিত বাংলা লেখাটি ফেইসবুক বা টুইটারে স্ট্যাটাস হিসেবে দিতে চাইলে Post:facebook বা twitter এ ক্লিক করুন।
BanglaText দিয়ে প্রথমবার ফেইসবুক স্ট্যাটাস আপডেটের সময় আপনাকে application access এর অনুমতি দিতে বলবে। Allow তে ক্লিক করুন। এটি শুধু প্রথম স্ট্যাটাস আপডেটের জন্য প্রযোজ্য। Allow হয়ে গেলে পরবর্তীতে এই ধাপটি আর আসবে না।
আপডেট সফল হলে আপনাকে একটা সফল বার্তা দেখানো হবে।
টুইটারে টুইট করার জন্য আপনাকে আলাদা কিছু করতে হবে না।
রূপান্তরিত লেখাটি আপনার টুইট লেখার ঘরে লিখিত অবস্থায় দেখতে পাবেন।
এরপর Tweet বোতামে ক্লিক করলেই টুইট হয়ে যাবে।
তবে বিশেষভাবে মনে রাখতে হবে, টুইটারের নিয়ম অনুযায়ী বেশি দীর্ঘ লেখা টুইট করা যায় না। সেক্ষেত্রে লেখা ছোট রেখে টুইট করুন।
প্রশ্ন: কিভাবে অন্যের ওয়ালে বা পেজ এ কমেন্ট করব?
উত্তর: অন্য কারো পোস্টে কমেন্ট বা কোন পেজ-এর স্ট্যাটাস দিতে চাইলে কপি পেস্ট পদ্ধতি ব্যবহার করুন।
আপনার সেট নকিয়ার হলে তাতে কপি পেস্ট বিল্ট ইন থাকতে পারে।
সেক্ষেত্রে আউটপুট বক্সে প্রবেশ করে,
Option>Mark All>Copy অথবা,
Option>Edit Text>Mark All>Copy অথবা,
Press *>Mark All>Copy করুন।
এবার কমেন্ট বক্সে প্রবেশ করে কপি করা লেখাটি পেস্ট করুন।
পেস্ট করার জন্য একইভাবে,
Option>Paste অথবা,
Option>Edit Text>Paste অথবা,
Press *>Paste করুন।
এছাড়া অপেরা মিনি ৫ বা তার পরবর্তী সংস্করণ এবং UC ব্রাউজার দিয়ে সহজে কপি পেস্ট করতে পারবেন।
অপেরা মিনিতে কিভাবে কপি পেস্ট করবেন?
• আপনার লেখাটি বাংলায় কনভার্ট হওয়ার পর আউটপুট বক্সটি যেভাবে লিঙ্ক সিলেক্ট করেন সেভাবে কার্সর বা নির্দেশক দিয়ে highlight করুন।
• কী-প্যাড এর 1 key কিছুক্ষণ চেপে ধরুন। অথবা টাচস্ক্রিন সেটে আউটপুট বক্সটি কিছুক্ষণ চেপে ধরুন। কপি অপশন আসবে।
• পেস্ট করার জন্য কমেন্ট বক্স বা যে কোন ওয়েব পেজের টেক্সট বক্স highlight করে 1 key অথবা স্ক্রিন চেপে ধরলে paste অপশন পাবেন। paste নির্বাচন করলে আগের কপি করা লেখাটি টেক্সট বক্সে লিখিত হয়ে যাবে।
UC ব্রাউজারে কিভাবে কপি পেস্ট করবেন?
• আপনার লেখাটি বাংলায় কনভার্ট হওয়ার পর আউটপুট বক্সটিতে প্রবেশ করে অপশন এ গেলে কপি দেখতে পাবেন। Copy নির্বাচন করলে বাংলা লেখাটি ক্লিপবোর্ডে কপি হবে।
• পেস্ট করার জন্য কমেন্ট বক্স বা যে কোন ওয়েব পেজের টেক্সট বক্সে প্রবেশ করে অপশন এ গেলে paste অপশন পাবেন। paste নির্বাচন করলে আগের কপি করা লেখাটি টেক্সট বক্সে লিখিত হয়ে যাবে।
আপনার সেট যদি বাংলা ফন্ট সমর্থন না করে তাহলে আউটপুট বক্সে চারকোণা বক্স বক্স দেখতে পাবেন, অথবা কিছুই দেখতে পাবেন না। সেক্ষেত্রে ঘাবড়াবার কিছু নাই। ঐ বক্স বক্স গুলোই কপি করবেন। আর সবসময় আউটপুট বক্স থেকেই কপি করবেন, প্রিভিউ থেকে নয়।
বিঃদ্রঃ এ পদ্ধতি ব্যবহার করে বাংলায় ইমেইল, এসএমএস, এমএমএস পাঠাতে পারবেন এবং পৃথিবীর যেকোনো সাইটে বাংলায় পোস্ট দিতে পারবেন।
প্রশ্ন: কিভাবে শুদ্ধ বানানে বাংলা লিখব?
উত্তর: শুদ্ধ বানানে বাংলা লিখতে স্বয়ংক্রিয় সংশোধনী ব্যবহার করুন।
স্বয়ংক্রিয় সংশোধনী চালু না থাকলে Settings এ গিয়ে Auto Correction এর পাশে ঠিক মার্ক দিয়ে সেভ করুন।
স্বয়ংক্রিয় সংশোধনী একই উচ্চারণ বিশিষ্ট শব্দ থেকে সঠিক শব্দ নির্বাচন করে।
ফলে বড় হাতের ও ছোট হাতের বানান নিয়ে বেশি চিন্তা করতে হয় না।
যেমন: আপনি লিখলেন 'pritibi'। স্বাভাবিকভাবে আসার কথা 'প্রিতিবি', কিন্তু স্বয়ংক্রিয় সংশোধনী তার ডিকশনারি ব্যবহার করে সঠিক শব্দ 'পৃথিবী' নিয়ে আসে।
কাছাকাছি একাধিক শব্দ থাকলে তা নিচের দিকে Corrections এ দেখানো হয়। সেখান থেকে সঠিক শব্দ নির্বাচন করে Correct এ ক্লিক করলে আপনার নির্বাচিত শব্দগুলো আউটপুট বক্সে চলে আসবে।
তবে সবসময় কী-ম্যাপ মেনে লিখতে চেষ্টা করুন।
কী-ম্যাপ অনুযায়ী লিখলে আপনার কাঙ্ক্ষিত শব্দটি সহজে পাবেন।
প্রশ্ন: কিছু শব্দ বা কোন কিছুর নাম অটো কারেকশান এ আসে না। কি করলে আসবে?
উত্তর: স্বয়ংক্রিয় সংশোধনী একটি নিজস্ব ডিকশনারি বা শব্দ ভাণ্ডার ব্যবহার করে।
ফলে কোন ভুল শব্দকে সে সঠিক শব্দে পরিণত করতে পারে।
যদি বাংলায় রূপান্তর করার পর কিছু শব্দ ইংরেজি অক্ষরে থেকে যায়, তাহলে বুঝতে হবে ঐ শব্দটা ডিকশনারিতে নেই। সেক্ষেত্রে আপনার বানান চেক করে দেখুন। আপনার প্রদত্ত বানানের একটি ক্লাসিক শব্দ Correctons এ দেয়া থাকবে। সেটি ঠিক থাকলে শব্দটি চেক করে Correct এ ক্লিক করুন। তাহলে শব্দটি ডিকশনারিতে যুক্ত হবে এবং পরবর্তীতে তা আউটপুটে পাওয়া যাবে।
তাই কোন ভুল শব্দ ডিকশনারিতে যুক্ত করবেন না।
এছাড়া এমন অনেক শব্দ আছে যেগুলোর মূল ইংরেজি বানান আমাদের ফনেটিক নিয়মের সাথে মিল নেই।
এমন শব্দ সরাসরি ব্যবহার করে সঠিক বাংলা শব্দ পেতে চাইলে প্রথমে '.c' দিয়ে শব্দটি আমাদের ফনেটিক নিয়মে কী-ম্যাপ অনুসরণ করে লিখুন। রূপান্তর করার পর নিচের দিকে New Words অংশে আপনার সেই শব্দগুলো আসবে। শব্দের পাশে আমরা কতগুলো ফনেটিক বানান দিয়ে দিই আপনার সুবিধার জন্য। তবে যে বানান দিয়ে ঐ শব্দগুলো পেতে চান তা টেক্সট বক্সে লিখুন। তারপর ok চেক দিন। এরপর Contribute এ ক্লিক করুন।
উদাহরণ: 'চট্টগ্রাম' লিখতে হলে ক্লাসিক নিয়মে 'coTTogram' দিয়ে লিখতে হয়।
আপনি যদি 'ctg' দিয়ে তা পেতে চান, তাহলে Enter Text এর ভেতর '.c coTTogram' লিখে রূপান্তর করুন।
New Words এ চট্টগ্রাম দেখতে পাবেন। এছাড়া পাশের টেক্সট বক্সে 'coTTogram' লেখা থাকতে পারে।
সেটি কেটে দিয়ে শুধু 'ctg' লিখে ok চেক দিন।
এরপর Contribute এ ক্লিক করুন।
এরপর থেকে 'ctg' লিখলে 'চট্টগ্রাম' চলে আসবে।
প্রশ্ন: কোন ওয়েবসাইট -এ দ্রুত বাংলা লেখার উপায় কি?
উত্তর: অপেরা মিনি ব্যবহারকারীরা খুব দ্রুত বাংলা লিখে যেকোনো ওয়েবসাইটে পোস্ট করতে পারবেন। এজন্য search field এর সুবিধা ব্যবহার করতে হবে। যেমন আপনারা গুগল বা ইয়াহু তে search করতে পারেন যেকোনো সময়।
এটি চালু করতে কী-প্যাড সেটের জন্য নিচের বক্স এ ঢুকে option এ গিয়ে Create Search Field বাচাই করুন।
অথবা টাচস্ক্রিন সেটের জন্য টেক্সট বক্সের উপর কিছুক্ষণ আঙুল চেপে ধরুন এবং Add new Search Engine বাচাই করুন।
এরপর Title: Bangla Text লিখে Save এ ক্লিক করুন।
আমার উপর ক্লিক করুন।
কিভাবে shortcut ব্যবহার করবেন?
অপেরা ৪ সংস্করণে #9
অপেরা ৬ সংস্করণে #2
বিস্তারিত আপনার ব্রাউজারটির Help থেকে দেখে নিন।